দেশের বিভিন্ন জেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা এই কর্মসূচি পালন করে।
লক্ষ্মীপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছে। অথচ বিভিন্ন মানবাধিকার সংস্থা নীরব ভূমিকা পালন করছে।
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে গণহত্যা করছে। বিশ্বসন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতা মূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েল নিঃসন্দেহে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না।
তারা আরও বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ। ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে গাজাবাসীর কাছে খাদ্য সহায়তা পৌছাতে হবে। এছাড়াও বক্তারা ভারতে মুসলমানদের ওপর বিভিন্ন অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় মুসলমানদের ওপর হামলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থীরাসহ শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়।
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাজশাহীতেও। সমাবেশে বক্তারা ইসরায়েলকে মানবতার শত্রু হিসেবে অ্যাখ্যায়িত করেন। বিক্ষোভ মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, ফেনী, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায়।