প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১১:৩৩ পিএমআপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১১:৩৫ পিএম
চট্টগ্রাম
ঢাকার পর চট্টগ্রামেও হলো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। ফেসবুকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল কাশেম নামে এক বিএনপি কর্মীর নামে পাঁচলাইশ থানায় এই মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। বুধবার তাকে আটকের পর তার মোবাইল ফোন ঘেঁটে দু'টি ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট পাওয়া যায়। বুধবার রাতেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
বৃহস্পতিবার সকালে পুলিশ কাশেমকে আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য সময় চাওয়া হবে হবে বলে জানিয়েছে পুলিশ। কাশেম বিভিন্ন কমিউনিটি সেন্টারে ধোয়ামোছার কাজ করে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে খাগড়াছড়ির পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ...
ফরিদপুরে চারতলা একটি ভবন থেকে পড়ে জাহিদুর রহমান ওহিদ (৪৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জেলা শহরের ঝিলটুলী এলাকার ওয়াটার লিলি নামক বিল্ডিংয়ে বিদ্যুতের কাজ করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাত ৮টার...
জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর...
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক...
চট্টগ্রামে বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা
পুলিশ জানায়, কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। বুধবার তাকে আটকের পর তার মোবাইল ফোন ঘেঁটে দু'টি ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট পাওয়া যায়। বুধবার রাতেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
বৃহস্পতিবার সকালে পুলিশ কাশেমকে আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য সময় চাওয়া হবে হবে বলে জানিয়েছে পুলিশ। কাশেম বিভিন্ন কমিউনিটি সেন্টারে ধোয়ামোছার কাজ করে।
/এইচ.এ/