চট্টগ্রাম-গাজীপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩
প্রকাশ : ০৪ জুন ২০১৯, ০৫:৩৮ পিএমআপডেট : ০৪ জুন ২০১৯, ০৫:৪২ পিএম
র্যাব
চট্টগ্রাম ও গাজীপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গতরাতে সীতাকুণ্ডের ছোট কুমিরা ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে ডাকাতির সময় ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের টহল দল। এসময় র্যাব সদস্যরা ডাকাতদের ধাওয়া দিলে দু'পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই ডাকাত নিহত হয়। তবে, তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, ৩১ রাউন্ড গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারী ইসমাইল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে।
৯৫ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ৪ দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক...
চট্টগ্রাম-গাজীপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩
র্যাব জানায়, গতরাতে সীতাকুণ্ডের ছোট কুমিরা ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে ডাকাতির সময় ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের টহল দল। এসময় র্যাব সদস্যরা ডাকাতদের ধাওয়া দিলে দু'পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই ডাকাত নিহত হয়। তবে, তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, ৩১ রাউন্ড গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারী ইসমাইল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
/এইচ.এ/