প্রকাশ : ০৭ জুন ২০১৯, ১০:৫৮ এএমআপডেট : ০৭ জুন ২০১৯, ১১:০২ এএম
দোকানে অগ্নিকান্ড
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভষ্মিভূত হয়েছে অর্ধশতাধিক দোকান পাট। সকালে আগুন লাগার প্রায় আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে আহত হয় ৪/৫ জন।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে চৌমুহনী রেলস্টেশন সড়কের পশ্চিম পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে বিভিন্ন উপজেলা থেকে আরো ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টা চেস্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা।
ঘটনাস্থল থেকে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তাদের। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে ক্রোকারিজ সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, লাইব্রেরি, কসমেটিকস, গার্মেন্ট সামগ্রীর দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। পাশেই ইসলামী ব্যাংকের শাখা থাকলেও অল্পের জন্য তা রক্ষা পায়।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার নয়নগাতি এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বলছেন, যত বিভেদই থাকুক, নির্বাচনের জন্য...
ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, মূল প্রস্তাবনার সঙ্গে যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়।...
চৌমুহনীতে দোকানের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে চৌমুহনী রেলস্টেশন সড়কের পশ্চিম পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে বিভিন্ন উপজেলা থেকে আরো ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টা চেস্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা।
ঘটনাস্থল থেকে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তাদের। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে ক্রোকারিজ সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, লাইব্রেরি, কসমেটিকস, গার্মেন্ট সামগ্রীর দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। পাশেই ইসলামী ব্যাংকের শাখা থাকলেও অল্পের জন্য তা রক্ষা পায়।
//আরএইচ//