প্রকাশ : ০৯ জুন ২০১৯, ০৯:৪৯ এএমআপডেট : ০৯ জুন ২০১৯, ০৯:৪৯ এএম
ঝিনাইদহ
সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ পাড়ি দিয়ে ৬ বছর ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৯ যুবক। ভাগ্যের পরিবর্তন আনতে গিয়ে উল্টো অন্ধকার নেমেছে পরিবারে। তারা বেঁচে আছেন কি-না তাও জানেন না স্বজনেরা। দালালের অর্থ পরিশোধ করতে গিয়ে নিঃস্ব এখন তারা। ফিরিয়ে আনার কথা বলে এসব পরিবারের কাছ থেকে আরও টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র।
ঝিনাইদহের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নূরজাহান বেগম। এখনো অপেক্ষায় ছেলে জগত আলীর। জানালেন, স্ত্রী ও দুই মেয়েকে রেখে, ছয় বছর আগে দালালের খপ্পরে পড়ে কাউকে না জানিয়ে ঘর ছাড়েন তিনি। উদ্দেশ্য- সমুদ্রপথে মালেয়শিয়া যাওয়া।
কাছাকাছি সময়ে নিখোঁজ হন একই উপজেলার গাড়ামারা গ্রামের ৮ জন। এছাড়া মিয়াকুণ্ডু গ্রামের ৪ এবং রামচন্দ্রপুর ও পিরোজপুর গ্রামের ৩ জন করে আর মহামায়া গ্রামেরও একজন নিখোঁজ। প্রত্যেকের গল্প একই। স্বচ্ছলতার বদলে ক্ষুধা আর দারিদ্র্য নিত্যসঙ্গী পরিবারগুলোর।
জেলা প্রশাসক জানালেন, বিদেশ যাওয়ার পথে নিখোঁজদের বিষয়ে তিনি অবগত। পরামর্শ দেন, প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ যাওয়ার। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, দক্ষ জনশক্তির জন্য প্রশিক্ষণ চলছে, অবৈধভাবে যাবেন না কেউ।
নিখোঁজদের স্বজনদের দাবি, টেকনাফের আব্দুর রহিম নামে একজন স্বজনদের ফিরিয়ে আনার কথা বলে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা নেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
যশোরে আফিল মুরগির ফার্মে আগুন লেগেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তাদের। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুক্রবার...
সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় প্রাণ গেছে ১০ জনের। এর মধ্যে হবিগঞ্জে প্রাণ গেছে ৪ ইটভাটা শ্রমিকের। ময়মনসিংহ ও সিরাজগঞ্জে দুজন কোরে মারা গেছেন দুর্ঘটনায়। চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ভ্যানের চালক-যাত্রী।
গাজীপুরের টঙ্গীর একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের বয়স ৬ ও অপরজনের বয়স ৪ বছর বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
৬ বছর ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৯ যুবক
ঝিনাইদহের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নূরজাহান বেগম। এখনো অপেক্ষায় ছেলে জগত আলীর। জানালেন, স্ত্রী ও দুই মেয়েকে রেখে, ছয় বছর আগে দালালের খপ্পরে পড়ে কাউকে না জানিয়ে ঘর ছাড়েন তিনি। উদ্দেশ্য- সমুদ্রপথে মালেয়শিয়া যাওয়া।
কাছাকাছি সময়ে নিখোঁজ হন একই উপজেলার গাড়ামারা গ্রামের ৮ জন। এছাড়া মিয়াকুণ্ডু গ্রামের ৪ এবং রামচন্দ্রপুর ও পিরোজপুর গ্রামের ৩ জন করে আর মহামায়া গ্রামেরও একজন নিখোঁজ। প্রত্যেকের গল্প একই। স্বচ্ছলতার বদলে ক্ষুধা আর দারিদ্র্য নিত্যসঙ্গী পরিবারগুলোর।
জেলা প্রশাসক জানালেন, বিদেশ যাওয়ার পথে নিখোঁজদের বিষয়ে তিনি অবগত। পরামর্শ দেন, প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ যাওয়ার।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, দক্ষ জনশক্তির জন্য প্রশিক্ষণ চলছে, অবৈধভাবে যাবেন না কেউ।
নিখোঁজদের স্বজনদের দাবি, টেকনাফের আব্দুর রহিম নামে একজন স্বজনদের ফিরিয়ে আনার কথা বলে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা নেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
/এন-এইচ/