প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১১:৪৪ পিএমআপডেট : ১৩ জুন ২০১৯, ১১:৫১ পিএম
সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার
সাভারে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সাভারের মজিদপুরে বিকেলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ১৫-২০ দিন আগে সেপটিক ট্যাংকটির ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর থেকেই ঢাকনা বন্ধ ছিলো। বৃহস্পতিবার বিকেলে খোকন নামে এক শ্রমিক ঢাকনা খুলে ভেতরে গেলে গ্যাসে আক্রান্ত হন তিনি। সোহেল নামে আরেক শ্রমিক তাকে উদ্ধার করতে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাংকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দুই শ্রমিকের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ভবনের ঠিকাদার।
গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম রয়েছে। যা নিশ্চিত করবে আরও...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে।
বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ শ্রমিকের মৃত্যু
ফায়ার সার্ভিস জানায়, ১৫-২০ দিন আগে সেপটিক ট্যাংকটির ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর থেকেই ঢাকনা বন্ধ ছিলো। বৃহস্পতিবার বিকেলে খোকন নামে এক শ্রমিক ঢাকনা খুলে ভেতরে গেলে গ্যাসে আক্রান্ত হন তিনি। সোহেল নামে আরেক শ্রমিক তাকে উদ্ধার করতে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাংকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দুই শ্রমিকের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ভবনের ঠিকাদার।
/এসআইএস/