প্রকাশ : ২০ আগস্ট ২০২০, ০১:১৪ এএমআপডেট : ২০ আগস্ট ২০২০, ০১:২২ এএম
রূপগঞ্জে হাতিম ফার্নিচারের কারখানায় লাগা আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিম ফার্নিচারের কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনো ভবনের পেছনে আগুন জ্বলতে দেখা গেছে, সেখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।
উপজেলার রূপসী কর্ণগোপ এলাকায় হাতিম স্টিল স্ট্রাকচারের ওই কারখানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে। স্থানীয়রা জানায়, তিনতলা কারখানাটির নিচতলায় তৈরী হয় স্টিল ও কাঠের আসবাবপত্র আর উপরে গোডাউন। সেখানে ধোঁয়া দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভবনটির তৃতীয় তলাতে আগুন লাগে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধসে পড়ে ভবনের একপাশের দেয়াল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার অন্যতম আসামি, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দসহ...
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠে আসে রাফিনিয়ার ওই কথার প্রসঙ্গ। সে প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, মাঠের খেলায় প্রমাণ করতে না পারলে ম্যাচের আগে এত কথা বলা উচিত না।...
বয়স চল্লিশ পেরোলে দাঁতের একটু বেশিই যত্ন নেওয়া প্রয়োজন। এর আগ পর্যন্ত কোনো মাড়ির অসুখ না থাকলে সেভাবে এনামেল ক্ষয় হয় না। তবে ৪০-৪৫ বছরের পর এনামেল দ্রুত ক্ষয় হয় বলে দাঁতের সংবেদনশীলতা বেড়ে যায়। এ...
ইংরেজিতে বলে উইচ, বাংলায় ডাইনি। আরও নানা ভাষাতেও নিশ্চিতভাবেই এই শব্দটির উপযুক্ত পারিভাষিক শব্দ আছে। থাকতেই হবে। কারণ সব ভাষাতেই এই শব্দটিকে ভয়ঙ্কর রূপ দেওয়ার বা ভীতি উৎপাদনকারী বানানোর উদ্দেশ্য...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রূপগঞ্জে ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে
উপজেলার রূপসী কর্ণগোপ এলাকায় হাতিম স্টিল স্ট্রাকচারের ওই কারখানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে। স্থানীয়রা জানায়, তিনতলা কারখানাটির নিচতলায় তৈরী হয় স্টিল ও কাঠের আসবাবপত্র আর উপরে গোডাউন। সেখানে ধোঁয়া দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভবনটির তৃতীয় তলাতে আগুন লাগে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধসে পড়ে ভবনের একপাশের দেয়াল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
/এইচ.এ/