প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০১:২৬ পিএমআপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৩:৩৭ পিএম
ফাইল ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটে টহলের সময় ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘোড়াঘাট থানার পিক-আপ চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে নিতাইসাহা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম ওমর ফারুক। তিনি গাইবান্ধার গুণভরী গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘোড়াঘাট থানার ইনচার্জ জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। এ সময় পিক-আপের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক নিহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা গেলেও পালিয়েছেন চালক।
তবে চালক ও আটক হেলপারের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার...
নিখোঁজের ১১ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবার মরদেহের সন্ধান পেয়েছেন ছেলে। মৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬০)। তিনি প্রাণী সম্পদ গবেষণাগারের সাবেক গাড়িচালক বলে জানিয়েছেন স্বজনেরা।
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার ৯০ দিনের মধ্যে করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীপুরের সোনাইকুন্ডি গোরস্থানে নিহত শিশুর কবর জিয়ারত করেন...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মতো বিষয়ে চীনের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ভর্তি সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ‘জাতীয় কৌশলগত চাহিদা’-কে প্রাধান্য দিয়ে এআই’র মতো বিষয়ে আরও দক্ষ...
দিনাজপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
নিহত পুলিশ সদস্যের নাম ওমর ফারুক। তিনি গাইবান্ধার গুণভরী গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘোড়াঘাট থানার ইনচার্জ জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। এ সময় পিক-আপের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক নিহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা গেলেও পালিয়েছেন চালক।
তবে চালক ও আটক হেলপারের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
/এম.এস/