প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০৬:৩৮ পিএমআপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:২৯ পিএম
ফাইল ছবি
৬১ জেলা পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া গাইবান্ধা-৫ শূন্য আসনে ইভিএমে ভোট ১২ অক্টোবর নেওয়া হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট নেওয়া হবে ১৭ অক্টোবর।
সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে দেশে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।
পাঁচ বছরের মেয়াদ শেষে গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকার। এর ১০ দিন পর ২৭ এপ্রিল সরকার জেলা পরিষদে সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
ওই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এক বিবৃতিতে জানান, নির্বাচনের মাধ্যমে নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। গাইবান্ধা-৫ উপ-নির্বাচন ১২ অক্টোবর প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫-এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। ঘোষিত তফসিল অনুযায়ী- আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট হবে ১২ অক্টোবর।
প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার এ শূন্য আসনে ইভিএমে সব কেন্দ্রে ভোট নেওয়া হবে।
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর দুদিন পরই তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়। জাতীয় সংসদ আইন অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার অন্যতম আসামি, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দসহ...
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আগত বিভিন্ন ব্র্যান্ডের সেরা কিছু স্মার্টফোনের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিতেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট ঘুরে তৈরি দুই পর্বের...
সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বাংলা ভাষার ব্যাপারে পশ্চিমা শাসকবর্গ একগুঁয়েমীর পরিচয় দিয়েছে প্রথমটায়। হয়তো তার পেছনে ভয় ছিল, স্বার্থ নষ্ট হবার ভয়, কিন্তু পরে যখন তারা দেখেছে যে এ-আন্দোলন কিছুতেই স্তব্ধ হবার নয় তখন ১৯৫৬ সালে এবং...
একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ সময়কালের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। যেখানে ফুটে উঠে একটি শহীদ পরিবারের বিড়ম্বনার কথা। হারুন রশীদের রচনায় এটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। ...
৬১ জেলা পরিষদে ভোট ১৭ অক্টোবর
মঙ্গলবার কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট নেওয়া হবে ১৭ অক্টোবর।
সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে দেশে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।
পাঁচ বছরের মেয়াদ শেষে গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকার। এর ১০ দিন পর ২৭ এপ্রিল সরকার জেলা পরিষদে সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
ওই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এক বিবৃতিতে জানান, নির্বাচনের মাধ্যমে নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।
গাইবান্ধা-৫ উপ-নির্বাচন ১২ অক্টোবর
প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫-এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। ঘোষিত তফসিল অনুযায়ী- আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট হবে ১২ অক্টোবর।
প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার এ শূন্য আসনে ইভিএমে সব কেন্দ্রে ভোট নেওয়া হবে।
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর দুদিন পরই তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়। জাতীয় সংসদ আইন অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।