প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০৪:৫৯ পিএমআপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৬:০৩ পিএম
ফাইল ছবি
২০১৬ সালে কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিনকে হত্যা মামলার মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে মামলার ৬ আসামিকে আনা হয় কক্সবাজার জেল ও দায়রা জজ আদালতে।
তাদের উপস্থিতিতে আদালত এই রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম। মৃত্যুদণ্ড আসামিরা হলেন- রেজাউল করিম, নুরুল হক, রমজান আলী এবং রুবেলকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন করাদণ্ড দেয়া হয় শাহীন উদ্দিন ও মনি আলমকে।
মামলা সূত্রে জানা গেছে, জিয়া উদ্দিন তার এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাধা দিতেন। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে সংঘবদ্ধ হয়ে জিয়ার ওপর হামলা করে। এ সময় জিয়া গুরতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলা তদন্ত করে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। তবে দীর্ঘ সাক্ষ্য ও জেরা শেষে আজ বুধবার দুপুরে আদালত এ রায় দেন করেন।
এছাড়া মাগুরায় কলেজ ছাত্র মেহেদি হাসান পাভেল হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন করাদণ্ড দেয়া হয়েছে। রায় নিয়ে অসন্তোষ জানিয়েছেন আসামী পক্ষ।
অন্যদিকে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গতবছর হবিগঞ্জের ১৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আয়বুর রহমানকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনে হত্যা করা হয়। এক বছর পর মামলার রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। জান্নাতী বেগম ওরফে শাবনুর ও সিদ্দিক আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মামলার দুই আসামী পলাতক আছে।
মব পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে এমন যেন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম প্রকাশ আমিনকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে...
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
তাদের উপস্থিতিতে আদালত এই রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম। মৃত্যুদণ্ড আসামিরা হলেন- রেজাউল করিম, নুরুল হক, রমজান আলী এবং রুবেলকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন করাদণ্ড দেয়া হয় শাহীন উদ্দিন ও মনি আলমকে।
মামলা সূত্রে জানা গেছে, জিয়া উদ্দিন তার এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাধা দিতেন। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে সংঘবদ্ধ হয়ে জিয়ার ওপর হামলা করে। এ সময় জিয়া গুরতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলা তদন্ত করে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। তবে দীর্ঘ সাক্ষ্য ও জেরা শেষে আজ বুধবার দুপুরে আদালত এ রায় দেন করেন।
এছাড়া মাগুরায় কলেজ ছাত্র মেহেদি হাসান পাভেল হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন করাদণ্ড দেয়া হয়েছে। রায় নিয়ে অসন্তোষ জানিয়েছেন আসামী পক্ষ।
অন্যদিকে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গতবছর হবিগঞ্জের ১৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আয়বুর রহমানকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনে হত্যা করা হয়। এক বছর পর মামলার রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। জান্নাতী বেগম ওরফে শাবনুর ও সিদ্দিক আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মামলার দুই আসামী পলাতক আছে।
/জে পি/