সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ছাত্র অধিকারের কেন্দ্রীয় নেতা অন্তরকে ৫৪ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরকে (৩০) ৫৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। ঢাকার কামরাঙ্গীর চর থানার আশরাফাবাদ নবীনগর থেকে আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাম্মদ জুয়েল ইসলাম।

রবিউল আউয়াল অন্তর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক। তিনি পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের মো. সোলাইমানের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে রবিউল আউয়াল অন্তর নিখোঁজ ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে মোটরসাইকেল নিয়ে হয়ে নিখোঁজ ছিলেন রবিউল আউয়াল অন্তর। কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাঁকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা। কলাপাড়া থানা-পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে।

অন্তরের বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে গত শুক্রবার থানায় একটি মামলা করেন। তুষার আল মামুন বলেন, ‘‘কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে ফিরছিল। এরপর গভীর রাতে থানা থেকে ফোনকল পেয়ে বিষয়টি জানতে পারি।’’

অন্তরের বাবা মো. সোলাইমান বলেন, ‘আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। আমরা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় ছিলাম। ছেলেকে উদ্ধারের দাবিতে টানা তিন দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। আজও বিক্ষোভ করছিলাম।

সোলাইমান জানান, অন্তরকে পাওয়ার খবরে স্ত্রী স্বজনেরা শুকরিয়া আদায় করেছেন। তবে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। 

কলাপাড়া থানার ওসি মাহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন।’

পটুয়াখালীর দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে ৬৫ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ...
বারবার তাগিদ দেওয়ার পরও অস্ত্র জমা না দেওয়ায় লক্ষ্মীপুরে আলোচিত জেলা যুবলীগের সাবেক সভাপতি ও অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শনিবার রাত...
বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। আজ রোববার ভোরে জেলা পুলিশ লাইনস ব্যারাকের তৃতীয় তলায় টয়লেটের জানালার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
সিলেট টেস্টের প্রথম দিনটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেসব এগিয়ে নিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.