সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

পটুয়াখালী ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, ৩ জনকে শোকজ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ পিএম

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীতে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অপর তিনজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিনজন ছাত্রদল নেতা হলেন—পটুয়াখালী শহরের আব্দুল করিম মৃধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পলিটেকনিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা এবং পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।

এছাড়া যে তিনজনকে শোকজ করা হয়েছে তারা হলেন—জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার।

বিবৃতিতে বলা হয়, আব্দুল করিম মৃধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা এবং পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিবকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অপর বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির কাছে এর লিখিত জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে জেলা শহরের বনানী এলাকায় পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিলকে (১৬) কুপিয়ে জখম করা হয়। রাত ৯টার দিকে বাসা থেকে সবুজবাগ মোড়ের একটি দোকানে মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে আসলে ইব্রাহিমকে জোর করে একটি অটোরিকশায় তুলে ছাত্রদল নেতা মনির শুভ, তার ছোট ভাই মো. হীরাসহ সাত-আটজন তুলে নিয়ে যায়। পরে বনানী এলাকার নির্জন স্থানে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তারা খলিলের ডান হাতের তিনটি আঙুল ও দুই পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রাখে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদের মোবাইলে কল দিলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির অভিযোগ মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন...
দিনাজপুরের হিলিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন। সাব্বির হোসেনের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতারে হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার আহবায়ক মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে...
রাজবাড়ীর কালুখা‌লি‌তে নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে এক কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। আজ র‌োববার সকা‌লে উপ‌জেলার রতন‌দিয়া ইউ‌নিয়‌নের মাধবপুর গ্রা‌মের কাছে পদ্মা নদী থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 
আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় অবৈধ দখলদাররা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে...
আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.