বরিশাল মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের গত ৪ দিন থেকে কোনো খোঁজ মিলছে না। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৯ মার্চ দুপুরে অফিস থেকে বের হন এডিসি রাশেদুল ইসলাম। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
এ বিষয়ে বিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারকে জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী করণীয় জানানো হলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।