পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেসহ ৩টি মাছ ধরার ট্রলার আটক করে নৌ-পুলিশ। আজ শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় নিষেধাজ্ঞাকালীন সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্নের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।