ঝালকাঠির জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ ১৬ জন সদস্যকে অব্যহতি দিয়েছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। রোববার স্থানীয় সাংবাদিকদের হাতে আসে আইনজীবীদের অব্যাহতির চিঠিটি। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান স্বাক্ষরিত ১৬ জন সদস্যকে আলাদা আলাদা চিঠি দেওয়া হয়।
শনিবার জেলা আইনজীবী সমিতির প্যাডে স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, গত ২২ এপ্রিল এক সভায় সম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনার অত্র সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে। বিষয়টি আপনাকে অবগত করা হলো।
তবে কী কারণে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে তার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে।
এই ১৬ জনের সদস্য বাতিল হওয়ার পরপরই এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ আওয়ামী লীগ আমলে আইনজীবী সমিতিও বিভিন্ন আইন কর্মকর্তাদের নাম এ তালিকায় না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছে, বিএনপির আইনজীবীদের সাথে সখ্যতা থাকায় অনেক আওয়ামী পন্থী আইনজীবীকে অব্যাহতি দেওয়া হয়নি। যারা বিএনপির অনেক সিনিয়র আইনজীবীকে হেনস্তা করেছেন তারাও বহাল তবিয়তে রয়েছেন এমন প্রশ্ন বিএনপির সমর্থকদের। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপিপন্থী বর্তমান আইনজীবী সমিতির কর্মকর্তারা।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান বলেন, ‘৫ আগস্ট এর পরে যারা আদালতে প্র্যাকটিস করে না, আইনজীবী সমিতির নির্বাচন ভণ্ডুল করেছে, সিনিয়র আইনজীবীদের লাঞ্ছিত করেছে এসব বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই ১৬ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।’