পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ছোট ট্রলার ডুবে যাওয়ার পর ১৮ ঘণ্টা ভেসে থেকে জীবিত উদ্ধার হয়েছেন ৪ জেলে। গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকা খাম্বা বয়ার পশ্চিমে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। আর আজ মঙ্গলবার দুপুরের পর স্থানীয়রা আহত জেলেদের অচেতন অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—আলকাচ মাঝি (২৫), খায়রুল ইসলাম (২৫), রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫)। এরা সকলেই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদেরকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, গতকাল সন্ধ্যায় ট্রলার ডুবির সময় ট্রলারে থাকা ৪ জেলে সমুদ্রে পড়ে যান। সমুদ্রে ১৮ ঘণ্টা ভাসার পরে ৩ জেলে তুফানিয়া নামক একটি চরে ওঠেন। অপরজনকে সমুদ্র ভাসতে দেখে জেলেরা তাদের ট্রলারে তুলে নেন।
আহত জেলে শামিম বলেন, ‘গতকাল সন্ধ্যায় মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। আমরা ৩ জন বয়া ও ফ্লুট নিয়ে সমুদ্রে ভেসে একটি চরে গিয়ে উঠি। পরে হুঁশ হয়ে দেখি কুয়াকাটা হাসপাতালে আছি।’
ট্রলার মাঝি আলকাচ বলেন, ‘সমুদ্রে পড়ে গেলে আমাকে একটি ট্রলারে উঠিয়ে নেয়। পরে অন্যদের অনেক খোঁজাখুঁজির পরে আজ সংবাদ পাই তারা তুফানিয়া নামক একটি চরে ওঠেন।’
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, ‘আহত অবস্থায় সকালে ৩ জেলে হাসপাতালে আসেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সকলেই সুস্থ রয়েছেন।’
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।’