পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঈদের নামাজ শেষে আইনজীবী আবুল কালাম মো. খালিদের ওপর হত্যাচেষ্টা হামলার ঘটনায় চারজন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমানের আদালতে তাঁদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন–পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের আ. রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫)। সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।
আইনজীবী আবুল কালাম মো. খালিদ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, গত ৩১ মার্চ ঈদের দিনে আইনজীবী আবুল কালাম মো. খালিদ নামাজ শেষ করা মাত্রই তাঁর প্রতিপক্ষ আসামিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে দলবল নিয়ে দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে জখম করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জখম গুরুতর হওয়ায় তাঁকে মঠবাড়িয়া হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু আরও জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হলে আসামিরা পলাতক ছিলেন। পরে মঙ্গলবার মামলার আসামি রঞ্জু, মনির হোসেন, রিয়াদুল করিম ওরফে আরজু ও রিয়াজ আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।