পটুয়াখালীর বাউফলে গৌতম সাহা নামের এক মোবাইল ব্যবসায়ীর বসতঘরের টিনের বেড়া কেটে বিভিন্ন ধরনের ৫০টি স্মার্টফোন ও বাটন মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে বাউফল পৌর শহরের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, গৌতম সাহা পেশায় একজন মোবাইল ব্যবসায়ী। তিনি বাউফল বাজারে একটি মোবাইলের দোকান পরিচালনা করেন। বাজারে সম্প্রতি একাধিক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি প্রতিদিন দোকান বন্ধের পর মোবাইলগুলো নিরাপত্তার জন্য বাড়ি নিয়ে যেতেন। বুধবার ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ব্যাগের মধ্যে রাখা ৫০টি বিভিন্ন ধরনের স্মার্টফোন ও বাটন মোবাইল চুরি করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের বেড়া কাটা এবং মোবাইল রাখার ব্যাগটি নেই।
গৌতম সাহা বলেন, ‘দোকানে চুরির ভয়েই মোবাইলগুলো রাতে বাসায় এনে রাখতাম। কিন্তু এবার বাসা থেকেই সব ফোন নিয়ে গেল চোর। দোকান আর বাসা কোথাও নিরাপদ না। আমার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। কী করব কিছুই বুঝতে পারছি নাহ।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ব্যবসায়ীকে অভিযোগ দিতে বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’