ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একদিনে চার হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি।
আজ শনিবার বিকেলে ছয়ফুল্লাকান্দি গ্রামের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।
বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণের এই উদ্যোগ নেন।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থই আত্মনির্ভরশীল একটি জাতি তৈরি করবে।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. হাসিনা খাঁন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা, একই ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ওমর ফারুক বাবলু, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কি মিত্র চাকমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ।