সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

একরামুজ্জামান-মঈনের পছন্দ ‘কলারছড়ি’ 

প্রতীকে ভোটের উৎসব ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম

জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সব আসনে ভোটের উৎসব। সোমবার জেলার ৬টি আসনের প্রতিদ্বন্দ্বি ৩৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রতীক বরাদ্দ করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসকের মিলনায়তনে প্রতীক নিতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তাঁদের সমর্থকরা। প্রতীক পেয়ে তাঁরা স্লোগানে মুখর করেন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা। মিছিল করে বেরিয়ে যান প্রার্থীকে নিয়ে। 

সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ করার পর তাঁর সমর্থকরা গাড়ি বহরসহ মিছিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন। তবে কৌতুহল ছিল আলোচিত স্বতন্ত্র প্রার্থীরা কে কি প্রতীক পাচ্ছেন সেটি নিয়ে। 

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে একরামুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মঈন ‘কলারছড়ি’ প্রতীক চেয়ে পেয়েছেন। ছবি: ইনডিপেনডেন্ট

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা  সৈয়দ এ কে একরামুজ্জামান পছন্দ করে নিয়েছেন 'কলারছড়ি' প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা দু'জনেই 'কলারছড়ি' প্রতীক চান। পরে সমঝোতায় মৃধা 'কলারছড়ি' মঈনকে ছেড়ে দেন। মঈন ২০১৮ সালে একই প্রতীকে নির্বাচন করেন। মৃধাও গত ৫ই নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে ‘কলারছড়ি’ প্রতীকে নির্বাচন করেন। পরে ঈগল প্রতীক বাছাই করেন মৃধা। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন 'কাঁচি' প্রতীক। 

৩৪ প্রার্থীর প্রতীক
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান (কলারছড়ি), আওয়ামী লীগের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন (মোমবাতি), জাতীয় পার্টির মো. শাহনুল করিম (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির মো. বকুল হোসেন (হাতুড়ি)। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র মো. মঈন উদ্দিন (কলারছড়ি), ইসলামী ঐক্যজোটের আবুল হাসনাত (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম), তৃণমূল বিএনপির মাইনুল হাসান (সোনালী আশঁ), স্বতন্ত্র অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (ঈগল), জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়া (লাঙ্গল), তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা)।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ) আসনে  আওয়ামী লীগ মনোনীত র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), ফিরোজুর রহমান (কাঁচি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি), জাসদের আবদুর রহমান খান ওমর (মশাল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জামাল রানা (নোঙ্গর)।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আওয়ামী লীগ মনোনীত আনিসুল হক (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা)।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আওয়ামী লীগের ফয়জুর রহমান বাদল (নৌকা), স্বতন্ত্র একেএম মমিনুল হক সাঈদ (ঈগল), সুপ্রিম পার্টির জামাল সরকার (একতারা), জাতীয় পার্টির মোবারক হোসেন (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. মেহেদী হাসান (মিনার), তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুস (ফুলের মালা), তৃণমুল বিএনপির হাবিবুর রহমান (সোনালী আঁশ)।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আওয়ামী লীগ মনোনীত ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আমজাদ হোসেন (লাঙ্গল), সুপ্রিম পার্টির কবির মিয়া (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম (আম)। 

 

পূর্বাঞ্চলীয় রেলের সব আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি এবং আন্তঃনগর মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথে একটি নতুন ট্রেন চালুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।...
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডায় এসব দুর্ঘটনা হয়। নিহতরা হলো– শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক (১৮) ও...
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব শেষ হয়েছে। সোমবার উৎসবের শেষ দিনে ‘সোনালি কাবিন’ পদক-২০২৫ প্রদান করা হয়। প্রথমবার দেওয়া এই পদক পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও...
সাধারণত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার ঘটনা শোনা যায়। এবার ব্রাহ্মণবাড়িয়ায় সামনে এল ভিন্নধর্মী এক পরীক্ষায় প্রক্সির ঘটনা। জেলায় বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অন্যের মাধ্যমে লিখিত...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.