সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

‘পুত আইছে শেষ বিদায় লইয়া’

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:৪১ পিএম

‘চাইর বছর ধইরা আমার পুত আইয়ে না, কত ফোন দিছি পুতরে আইতো। পুত তো আইছে শেষ বিদায় লইয়া। পুত আইতাছে বইলা বাজার-সাজার কইরা সাজাইয়া থুইছি…।’ কথাগুলো বলে অঝোরে কাঁদতে থাকেন বৃদ্ধা হেলেনা বেগম।  

ঢাকার বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে গতকাল বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে স্ত্রী–সন্তানদেরসহ নিহত ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসারের মা হেলনা বেগম। তাঁর কথাগুলোর মানে দাঁড়ায়– ‘চার বছর ধরে আমার ছেলে দেশে আসে না। এরমধ্যে অনেকবার ফোনকলে দেশে আসতে বলেছি। ছেলে অবশেষে এল, তবে শেষ বিদায় নিয়ে এসেছে। ছেলের বাড়ি আসার খবরে বাজার করা হয়েছিল। কিন্তু তাঁর মরদেহ এল।’ 

বৃদ্ধা হেলেনা এই অগ্নিকাণ্ডে প্রবাসী ছেলেসহ পুত্রবধূ ও তিন নাতি–নাতনি হারিয়েছেন।  

সৈয়দ মোবারক হোসেন কাউসারের আর ৮ দিন পর পরিবারের সবাইকে নিয়ে ইতালি ফিরে যাওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। স্ত্রী ও সন্তানদের নিয়ে পারিবারিক কবরস্থানে ঠাঁই হয়েছে তাঁর। শুক্রবার বিকেলে কাউসার (৫০), তাঁর স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দ কাশফিয়া (১৭), সৈয়দা নূর (১৩) ও ছেলে সৈয়দ আব্দুল্লাহর (৭) মরদেহ দাফন করা হয়। 

এরআগে বাদ আসর নামাজে জানাজা হয় বাড়ি সংলগ্ন মসজিদের পাশের মাঠে। পারিবারিক কবরস্থানে এক সারিতে দাফন করা হয় তাঁদের ৫ জনকে। বিকেল ৩টায় চারটি ফ্রিজিং গাড়িতে করে তাঁদের ৫ জনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ বাড়িতে পৌঁছার পর শেষ দেখা দেখতে স্বজনরা ছাড়াও গ্রামের শতশত মানুষ ভিড় জমায়।

নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন বলেন, ‘কাউসার আজ শুক্রবার বাড়িতে এসে সোমবার পর্যন্ত এখানে থাকবে বলেছিল। আগামী রোববার সন্তানদের জাতীয় পরিচয়পত্রের বিষয়ে উপজেলায় যাওয়ার কথা ছিলে তাঁর। কিন্তু এর আগেই লাশ হয়েছে তাঁরা। বৃহস্পতিবার দিনগত রাতে কাউসার ও তাঁর পরিবারের মৃত্যুর খবর নিশ্চিত হয় স্বজনরা। তবে এ খবর বিশ্বাস হতে চাইছিল না কারোর।’ 

পারিবারিক সূত্র জানিয়েছে, ১৫ বছর ধরে ইতালি প্রবাসে ছিলেন কাউসার। ৪ বছর পর দেশে আসেন মাস খানেক আগে। আগামী ১০ মার্চ আবার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।  

কাউসারের পরিবার রাজধানীর মধুবাগ এলাকায় নিজস্ব ফ্ল্যাটেই বসবাস করত। এবার স্ত্রী-সন্তানদেরও কাউসারের সঙ্গে ইতালি নিয়ে যাওয়ার কথা ছিল। 

পরিবারের সদস্যরা জানায়, এরআগে গত সপ্তাহে একবার বাড়িতে এসেছিলেন কাউসার। শুক্রবার এসে একেবারে বাড়ি থেকে বিদায় নিয়ে যাওয়ার কথা ছিল। ৩ ভাইয়ের মধ্যে কাউসার ছিলেন মেঝো। তাঁর বড় সৈয়দ সোহেবও ইতালি থাকেন। আরেক ভাই সৈয়দ আল আমিন দেশে ব্যাংকে চাকরি করেন। তাঁর বাবার নাম মৃত আবুল কাশেম।

দিনাজপুরের হিলিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন। সাব্বির হোসেনের...
সুন্দরবনে নতুন করে আরেকটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে এই আগুন লেগেছে বলে বনবিভাগ জানিয়েছে।...
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের মাজুখান এলাকায় লরির চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সেহরির সময় গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায়...
ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফের শখের প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনাইটেডের থিয়েটার অব ড্রিমসকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম বানানোর জন্য জনগণের অর্থ ব্যবহার করার ইচ্ছা নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.