ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় শায়ান সরকার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা সালাউদ্দিন সরকার (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
সালাউদ্দিন সরকার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর ছেলে শায়ান একই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের নারায়ণপুর হাসান শাহ গেট সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহ আলম (২৫) নামে ওই ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন সালাউদ্দিন সরকার ও তাঁর ছেলে শায়ান সরকার। এ সময় ট্রাক্টরটি পেছন থেকে এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শায়ান ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যায়। এতে সালাউদ্দিন সরকারের ডান হাত ও বাম পা ভেঙে গুরুতর আহত হন। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, ট্রাক্টরের চালক শাহ আলমকে আটক করা হয়েছে। ট্রাক্টরটির মালিক শ্রীরামপুর গ্রামের মনির মিয়া।
শায়ান সরকারের মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।