ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কামাল উদ্দিন (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছে। নিহত কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের পাশ দিয়ে যাওয়া তিতাস নদী তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া ৷ সম্প্রতি ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন ও দুলালসহ কয়েকজন। শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, ‘শাহজাদাপুর গ্রামটি সরাইল উপজেলা সদর থেকে অনেক প্রত্যন্ত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’