ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পিএমআপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কামাল উদ্দিন (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছে। নিহত কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের পাশ দিয়ে যাওয়া তিতাস নদী তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া ৷ সম্প্রতি ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন ও দুলালসহ কয়েকজন। শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজবাড়ীর কালুখালিতে নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কাছে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কামাল উদ্দিন (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছে। নিহত কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের পাশ দিয়ে যাওয়া তিতাস নদী তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া ৷ সম্প্রতি ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন ও দুলালসহ কয়েকজন। শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।