নোয়াখালী বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এই ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মোজাম্মেল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন লক্ষ্মীপুর জেলার পশ্চিম লতিফপুর গ্রামের রহমত উল্লাহ ভূঁইয়া (৭০), ফজলুল করিম (৫০) ও ভৈরব নগর লক্ষ্মীপুরের আলাউদ্দিন (৪৫)। এরমধ্যে ফজলুল করিম সেনা সদস্য বলে জানা গেছে।
মোজাম্মেল বলেন, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চৌমুহনী যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় অটোরিকশা ও ট্রাকটি পাশের একটি খালে পড়ে ডুবে যায়।
পরে চৌমুহনী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের সহায়তায় পানির নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।