ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এনআবছারসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লিফলেট বিতরণের সময় জেলা শহরের ভাঙাব্রীজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর নেতাকর্মীরা হলেন– খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুলইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ‘টমটম পোড়ানোর মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার রকরা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এদিক গ্রেপ্তাররকৃত নেতাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।