ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ায় বিদ্যুতের লাইন ছিড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ।
শনিবার দুপুর দুইটার দিকে পাঠাননগর মদিনা ব্রিক ফিল্ডের সামনে শত বছরের রাজ কড়ই গাছটি উপড়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ায় বিদ্যুতের লাইন ছিড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাছটি সরানো যায়নি।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবুল কালাম বলেন, ‘গাছটি সরাতে আমরা আমাদের সকল যন্ত্রপাতি ব্যবহার করে ব্যর্থ হয়েছি। গাছটি বেশি বড়, তাই আমরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের খবর দিয়েছি।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘দুপুর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। যান চলা স্বাভাবিক করতে আমরা উদ্যোগ নিয়েছি।’
ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ ডিজিএম জানে আলম বলেন, ‘গাছটি পড়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন ছিড়ে গেছে। কয়েকটি খুঁটিও ভেঙে গেছে। এতে ফেনীর সঙ্গে ছাগলনাইয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’