সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
Independent Television
 

মালয়েশিয়ার কথা বলে পাঠানো হয়েছে কিরগিজস্তান, বাঁচার আকুতি তরুণদের 

আপডেট : ২৬ মে ২০২৪, ০১:২৩ পিএম

মালয়েশিয়া পাঠানোর কথা বলে যুবকদের কিরগিজস্তানে পাঠাচ্ছে চাঁদপুরের একটি দালাল চক্র। সেখানে পৌঁছানোর পরপরই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর মারধর ও খাওয়া-দাওয়া নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। এখন বাঁচার আকুতি জানাচ্ছেন ভুক্তভোগীরা। আর উৎকণ্ঠায় দিন পার করছেন তাদের স্বজনেরা।

তেমনি এক ভুক্তোভোগী মোহাম্মদ শরীফ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচানি গ্রামের গাজী বাড়ির বাসিন্দা। দেশে পোশাক কারখানার চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমান তিনি। বিদেশে রওনা হওয়ার পর মাত্র একদিন পরিবারের সঙ্গে কথা হয় তার। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।

পরে হঠাৎ এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানান মোহাম্মদ শরীফ। তার মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও তিনি পৌঁছেছেন কিরগিজস্তানে। মোবাইলে ধারণকৃত এক ভিডিও বার্তায় জানান, কীভাবে দালালের মাধ্যমে প্রতারিত হয়েছেন।

মোহাম্মদ শরীফ বলেন, ‘আমি দুই বছর অপেক্ষা কইরা কিরগিজস্তানে আইছি। দালালে আমারে কইছে মালয়েশিয়ায় পাঠাইবো। মালয়েশিয়ার নাম কইয়া এই কিরগিজস্তানে পাঠাইছে। কিরগিজস্তানে আইছি গার্মেন্টস ভিসায়। এখন গামেন্টর্স ভিসা না দিয়া স্ট্রবেরির খেতের কাজে। বৃষ্টি বাদল দিয়া এতো ঠান্ডা দিয়া আমি কাজ করি। কাজ করার পরে টাকা পাই না। টাকা চাইলে মারধর করে।’

মোহাম্মদ শরীফকে বিদেশে পাঠাতে এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি ধার-দেনা করে তাঁর পরিবার। এখন চোখে অন্ধকার দেখছেন সবাই। 

মা জাহানারা বেগম বলেন, ‘আমার ঘর নাই, কিছু নাই। তিন/চারটা পোলাপাইন। পুতে ব্রাকের থেকে চার লাখ টাকা কিস্তি তুলে, জিনিসপত্র বেইচা আর ঋণ কইরা গেছে। এখন ঋণওয়ালা বাড়ী এসে অপমান করে।  আমার পোলারে দেশে আইনা দাও, নইলে মইরা যাইমু।’

বাবা মো. হোসেন গাজী বলেন, ‘যেই দালালে নিছে টাকা পইসা খাইয়া হেই দালাল আমাগো লগে (সঙ্গে) চিটিংবাজি করছে। এখন দালালের বন্দবোস্তা করে আমার ছেলেকে ফিরাইয়া দেক।’

তরুণদের মালয়েশিয়ার কথা বলে পাঠানো হয় কিরগিজস্তানে। ছবি: ইনডিপেনডেন্টতবে, মোহাম্মদ শরীফের ওপরই দোষ চাপিয়েছেন দালাল চক্রের সদস্য। অভিযোগ তুলেছেন চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার।

দালাল চক্রের সদস্য আকতার হোসেন বলেন, ‘সাড়ে তিন লাখ টাকা চুক্তি ছিল, কিন্তু দেড় লাখ টাকা দিছে, কিরগিজস্তানে গিয়ে ভিসা রিনিউ করার কথা থাকলেও তারা রিনিউ করেনি, শরীফ এক বন্ধুর মাধ্যমে আমার কাছে আসছে, যে ট্রাভেলসের মাধ্যমে গেছে তাঁর অপরাধী, আমরা শুধু মাধ্যম।’

মোহাম্মদ শরিফের মতো আরো ১২ জন রয়েছেন এই বন্দিদশায়। গেল সপ্তাহে তারা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে বাঁচার আকুতি জানান। 

জয়পুরহাটের ক্ষেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক হয়েছেন বিএনপির তিন নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার ইফতারের আগে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে। 
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে থেমে থাকা একটি আলু বোঝাই ট্রাক্টরে থ্রি হুইলারের (পাগলু) ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬জন। 
কুমিল্লার চান্দিনায় এনজিওর এক পুরুষ কর্মীকে বেঁধে রেখে নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় নারী কর্মীর নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা...
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক থেকে টহল পুলিশের এক সদস্যকে ট্রাকে করে ডাকাতেরা তুলে নিয়ে যাওয়ার পর ওই ট্রাকটি ধাওয়া করে অবশেষে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ‌্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে...
বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামা দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দেবে বলে ধারণা করছেন অনেকে। এই মিডফিল্ডারের আগামনে আশার আলো দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।...
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.