ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় চাপা পড়া এক শ্রমিককে। বৃহস্পতিবার ভোরে পুকুরের পাড় ধসে পড়লে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষুতাঁরা গ্রামের হাসান আলীর বাড়িতে ড্রেজার দিয়ে পুকুর খননের কাজ চলছিল। আজ ভোরে পুকুরের পাড় ধসে ড্রেজার শ্রমিক দেলোয়ার (২৫), আলী মনসুর (৩৫) ও আতিকুল ইসলাম (২২) চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। ঘটনার পরপর আতিকুলকে জীবিত উদ্ধার করা গেলেও অপর দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুরে দেলোয়ার ও আলী মনসুরের মরদেহ উদ্ধার করা হয়।
সরাইল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, ‘নিহতদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তাঁদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’