নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশা আরাহী মা ও ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ- ফেনী আঞ্চলিক মহাসড়কের দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫) ও তাঁর মা তাহেরা বেগম (৭৫) এবং তাঁর জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, সকালে পাশের জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দোকান ঘর এলাকায় পৌঁছালে সড়কের এক পাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে যায়। এ সময় অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক, তাঁর মা ও জেঠাতো ভাই মারা যান।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।