সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

রিকশাচালক হত্যা মামলা

সাবেক এমপি শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় রিকশাচালক হত্যা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক স্বাগত সৌম্য তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে ডিবি পুলিশ আটক করে। পরে তাঁকে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালত সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার অংশের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অটোরিকশাচালক লিটন মিয়া। নিহত লিটন উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে। এই হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানা করতে চাইলেও তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

লিটন হত্যার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর সরাইলের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত (নারী) আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ছাড়াও আসামি করা হয় ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের (সদর ও বিজয়নগর উপজেলা) সাবেক এমপি ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি নাজমুল হোসেনসহ ৬৭ জনকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান বলেন, ‘জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলে। আদালত ৮ দিন মঞ্জুর করেছেন।’ 

রাজবাড়ীর কালুখা‌লি‌তে নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে এক কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। আজ র‌োববার সকা‌লে উপ‌জেলার রতন‌দিয়া ইউ‌নিয়‌নের মাধবপুর গ্রা‌মের কাছে পদ্মা নদী থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার...
টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজে গিয়ে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের গোলা চরে মরদেহ...
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ জাকির হোসেনকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অন্তত পৌনে দুই কোটি (এক কোটি ৭২ লাখ ৭০ হাজার) মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। তারা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী-অস্থায়ী বাসিন্দা। এই...
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.