সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা, ফাঁসির দাবিতে বিক্ষোভ-মাবববন্ধন

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে মানবববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে আবদুল্যাপুর ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত মানবববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত ইমরান খাঁন আকাশ ওরফে রাহুল (১৯) নিহত গৃহবধূর সস্পর্কে চাচি হন। রাহুল মাদকাসক্ত। প্রায়ই তিনি তাঁর চাচিকে উত্যক্ত করতেন। গত ৩০ অক্টোবর রাতে রাহুল তাঁর সহযোগীদের নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তাঁরা। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় মামলা দায়েরের পর রাহুল ও তাঁর মাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাহুলের মা নিলুফা জাহান রত্মা জামিনে জেল থেকে বেরিয়ে আসেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল অভিযুক্ত রাহুলকে অপ্রাপ্তবয়স্ক সাজানোর চেষ্টা করে আসছে এবং মামলা তুলে নেওয়ার জন্য নিহতের মেয়েদের চাপ দিয়ে আসছে। তাদের কোনো অভিভাবক না থাকায় স্থানীয় ছাত্র-জনতা অভিযুক্ত রাহুলের ফাঁসিও তার সহযোগীদের গ্রেপ্তারপূর্বক সের্বোচ্চ শাস্তির দাবি জানান।

গৃহবধূকে হত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নেন এলাকার নারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নিহতের মেয়ে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম ও নোয়াখালী সরকারি কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেকসহ অনেকে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে খুব অল্প সময়ের মধ্যে আদালতে অভিযোপত্র জমা দেওয়া হবে।

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় গোসলে নেমে নিরব কাজী নামের (৯) তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়। সে ওই এলাকার...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিএডিসি (আলু বীজ) উপ-পরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত হারুন অর রশীদের বক্তব্য নিতে তাঁর অফিসে গেলে তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর...
দিনাজপুরের হিলিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন। সাব্বির হোসেনের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতারে হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার আহবায়ক মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 
আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় অবৈধ দখলদাররা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে...
আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.