সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে বিক্ষোভ–সহিংসতা  

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সড়কে গাছ ফেলে আগুন দিয়ে বিক্ষোভ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সম্মেলনস্থলে যাওয়ার পথে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। 
 
আজ বুধবার বাঞ্ছারামপুর সরকারি এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে বিএনপির দুই পক্ষের কর্মসূচি দেওয়া হয়েছিল। একই স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে গত সোমবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হন। 

এর জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাঞ্ছারামপুর পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও তৎসংলগ্ন খালি জায়গাসহ পৌর এলাকা এর আওতায় রাখা হয়।
    
এমন পরিস্থিতিতে বিএনপির একটি অংশের সম্মেলন উজানচরের রাধানগর গ্রামে স্থানান্তর করা হয়। তবে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তাঁর পরিবর্তে পরে প্রধান অতিথি করা হয় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে।

সম্মেলন উজানচরের রাধানগর গ্রামে স্থানান্তর করা হয়। ছবি: ইনডিপেনডেন্টএদিকে সম্মেলন যাতে সফল না হয় এ জন্য উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সকাল থেকে বাঞ্ছারামপুর-হোমনা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন সাবেক এমপি আবদুল খালেকের নেতৃত্বাধীন বিএনপির অপর অংশের নেতা-কর্মীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া বিক্ষুব্ধরা একটি মাইক্রোবাসও ভাঙচুর করে। সম্মেলনে যেতে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্বানুমোদন ছাড়া কোনো পর্যটনকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা করা যাবে না রাঙামাটির সাজেক ভ্যালীতে। পরিষদের অনুমোদন ছাড়া সাজেকসহ জেলার অন্যান্য এলাকায় পর্যটন করতে গেলে...
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে কামরুল হুদা গ্রুপ ও হিরণ মোল্লা-জুয়েল...
চট্টগ্রামে অবৈধ অস্ত্রের কারবারে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ১০ সদস্যের এই চক্রে আছে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী আর পুলিশ সদস্য। তারা মিলেমিশে দেশবিদেশের অবৈধ অস্ত্র সংগ্রহ ও বিক্রির...
ঈদে বাড়ি এসে মা, বাবা, স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে আনন্দ করবে এমন আশায় ছুটি নিয়ে রেখেছিল বেলাল হাসান। তাই দুই মেয়ের সাথে, মা-বাবার সাথে  কত পরিকল্পনা করা হলো। বাবার সাথে মোবাইল ফোনে জানান, ‘২৫ তারিখ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলসহ একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সেনাসদরে এই সাক্ষাৎ হয়। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.