সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, আহত ১

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সড়কের ওপর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর শ্বশুরও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর নাম শাহনাজ বেগম পিংকি (৩৫)। তিনি হাজীপুরের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক বছর আগে এলাকার ডিস ব্যবসায়ী সাইফুল ইসলাম খালেদ (৩০) শাহনাজ বেগমের স্বামী কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম থেকে ডিসের ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা ধার নেন। শর্ত ছিল ডিস ব্যবসার আয় তাদেরকেও দেওয়া হবে। শর্ত অনুযায়ী কয়েক বছর টাকা দেওয়া হয়। কিন্তু গত কয়েক মাস থেকে টাকা না পাওয়ায় এনিয়ে আদালতে মামলা করেন শাহনাজ বেগম। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকার সালিশি বৈঠকও হয়।

মঙ্গলবার ১১টার দিকে বাড়ি থেকে শ্বশুর রেজাউল হকের সাথে নিয়ে চৌমুহনীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন শাহনাজ। এ সময় চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে সাইফুল ইসলাম খালেদ তাদের গতিরোধ করে। সেখানে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে পিংকিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শাহনাজের শ্বশুর রেজাউল হোসনকেও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহনাজকে মৃত ঘোষণা করেন।

লাইফ কেয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু তালেব বলেন, ‘পিংকিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যান।’

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন বড়ুয়া জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতারে হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার আহবায়ক মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রলারে ডাকাতদের ছোড়া পেট্রোল বোমায় মো. আলেক (২৪) ও মো. মমিনুর (২৭) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। 
টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজে গিয়ে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের গোলা চরে মরদেহ...
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ জাকির হোসেনকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। প্রতি বছর হাজারো পর্যটক ছুটে যান এই সমুদ্র শহরে। এবারের ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন...
সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া লিখিত প্রস্তাবে দলটি তাদের এ অবস্থানের কথা জানিয়েছে দলটি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.