পূর্ব মারামারির ঘটনার জের ধরে চট্টগ্রাম ইপিজেডে জেএমএস ও ম্যারিমকো নামে দুইটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ ঘটনার জেরে দুটি কারখানা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যৌথবাহিনী কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, গত বুধবার জেএমএস কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্যে কারখানার সামনের সড়কে বিক্ষোভ করলে ম্যারিমকো কারখানার শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এর জেরে আজ সকালে ম্যারিমকোর শ্রমিকেরা জেএমএস কারখানায় হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল ছোড়ে। ভাঙচুর করা হয় দুই প্রতিষ্ঠানের বিভিন্ন ফ্লোর।
নৌবাহিনী কমান্ডার মনিরুল ইসলাম জানান, বর্তমানে কারখানাগুলো বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলা করেন সেনা, নৌ, বিজিবি ও পুলিশের সদস্যরা। বর্তমানে উভয় কারখানার সামনে বিপুল সংখ্যক যৌথবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।