চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার ভোরে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাত-পা বাঁধা মরদেহটির মুখ ও চোখে স্কচ টেপ মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে এনে মরদেহ এখানে রেখে গেছে হত্যাকারীরা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ জানান, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ সেটি বের করার চেষ্টা করছে। এছাড়া কীভাবে মরদেহ এখানে এল সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।