চট্টগ্রামের ডিসি পার্কে সংঘাতের জেরে বন্দর-পতেঙ্গা সড়কে লরি রেখে ফের কর্মবিরতি শুরু করেছে প্রাইমমুভার চালক শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তাঁরা।
এর আগে মঙ্গলবার রাতে ডিসি পার্ক এলাকায় লড়িচালকদের মারধর করলে কর্মবিরতি শুরু করেন তারা। বুধবার ভোরে বিষয়টি মীমাংসা হলেও সকাল ৯টা থেকে আবারও কর্মবিরতি শুরু করেন তারা।
এদিকে কর্মবিরতির ফলে ওই সড়কের উভয় পাশে আটকে যায় শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী-চালক সবাই। শ্রমিকেরা বলছেন, বন্দরের জন্য তৈরি করা সড়কের পাশে ডিসি পার্ক করা হয়েছে। সেখানে অনুষ্ঠান করতে গিয়েই শ্রমিকদের মার খেতে হচ্ছে। এই পার্ক বাতিল করা না হলে আন্দোলন চলবে বলে জানান তারা।
গতকাল রাতে চট্টগ্রামের লিংকরোডের দৃষ্টিনন্দন ডিসি পার্কে হামলা ও ভাঙচুর চালান পরিবহন শ্রমিকেরা। এ সময় পার্কটিতে মাসব্যাপী ফুল উৎসব চলছিল। ভাঙচুরের পাশাপাশি শ্রমিকেরা লিংকরোড অবরোধ করে বিক্ষোভ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা পার্কটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফুল উৎসবে ভাঙচুর ও তছনছ করে।