সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে সিসিটিভি নজরদারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ এএম

চট্টগ্রামে পুলিশের সিসিটিভির নজরদারি ভেঙে পড়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনজুলাই আন্দোলনের সময় থেকে ভেঙে পড়েছে চট্টগ্রামে পুলিশের সিসিটিভির নজরদারি। ভাঙচুর-চুরি ও যান্ত্রিক ত্রুটিতে শহরজুড়ে বসানো ৭০০ সিসি ক্যামেরার কোনোটিই আর কাজ করছে না। কর্মকর্তারা বলছেন, প্রতিবেদন তৈরি না হওয়া, বাজেটসহ নানা সীমাবদ্ধতায় ক্যামেরাগুলো এখনও সচল করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরা না থাকার সুযোগে নাশকতা ও অপরাধ ঘটাতে পারে বিভিন্ন গোষ্ঠী।

সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন। কোথাও আবার শুধু তার ঝুলছে, নেই ক্যামেরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বসানো ৭০০ সিসি ক্যামেরার প্রায় সবগুলোরই এমন দশা। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে নগরীর সিসিটিভি নজরদারির ব্যবস্থা। এতে হুমকিতে পড়েছে নাগরিক নিরাপত্তা।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখানে কয়েক দিন আগেও একটা ছিনতাই হয়েছে। কিছুই নাই। পুলিশ অপরাধীকে ধরবে কীভাবে! শনাক্ত করবে কীভাবে!’

এক পথচারী বলেন, ‘সিসিসি ক্যামেরাগুলো থাকায় আমাদের চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ হতো। এখন সেগুলো না থাকায় আমরা একটু ঝুঁকিতে আছি।’ 

জানা গেছে, ২০২১ সালের চট্টগ্রাম নগরীতে ১৬টি থানার ৭০০ স্পটে এসব সিসি ক্যামেরা স্থাপন করে সিএমপি। এসব ক্যামেরা অচল থাকায় বিপাকে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধের তদন্তে কোনো কাজে আসছে না পুলিশের কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেন্টার। অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এ সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার রইস উদ্দিন বলেন, ‘সিসিটিভির যে সুবিধাটা, সেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না। বিষয়টি আমাদের মাথায় রয়েছে। আমরা আবারও যাতে আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো ঢেলে সাজাতে পারি, বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রয়েছে, সেগুলোকে যাতে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি সে নিয়ে কাজ চলছে।’

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, ‘নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিসিসি ক্যামেরাগুলো অবিলম্বে চালু করা উচিত। অন্যথায় একদিকে পুলিশ যেমন অপরাধী শনাক্তে অসহায় বোধ করবে, অন্যদিকে অপরাধী অপরাধ করার জন্য উৎসাহী হবে।’

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় আগুনের ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় চামড়া গুদামের সামনে এই ঘটনা ঘটে। অটোরিকশা চালকের দাবি, তাঁর গাড়িতে পেট্রোল বোমা...
নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করতে করতে রিকশায় করে শহর ঘোরানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে...
রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক নগরীর...
রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-মো. মুঈদ (৩৫) ও তাঁর স্ত্রী আইরিন আক্তার (৩২)।
সিলেট টেস্টের প্রথম দিনটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেসব এগিয়ে নিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.