ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বল্লমের আঘাতে ময়না নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ময়না ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ওই গ্রামের একই গোষ্ঠীর শাহজাহানের ছেলে সুমনের সঙ্গে হানিফের মেয়ে তাইবার বিয়ে হয়। বিয়ে উপলক্ষে শাহাজাহানের বাড়িতে গানবাজনার আয়োজন করা হয়। পার্শ্ববর্তী চাউরাখলা গ্রামের ছেলেরা গান শুনতে এলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
এ নিয়ে মেয়ে পক্ষের হোসেন মিয়ার কাছে বিচার চাইতে গেলে তিনি এক ছেলেকে থাপ্পড় দেয়। পরে দলবল নিয়ে এসে সংঘর্ষে জড়ায় গ্রামের বেলাল ও হোসেন মিয়ার গোষ্ঠীর লোকজন
ওসি রওশন আলী বলেন, এসময় বল্লমের আঘাতে ময়না নামের ওই শিশু গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।