রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইংটং পাড়ায় প্রসবের সময় বাচ্চাসহ এক মা হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটিকে উদ্ধার করতে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেছেন।
গাইন্দা ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা জানান, রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গত এক মাস ধরে ৯টি বন্য হাতি খাদ্যের সন্ধানে কাইথাক পাড়া, চুশাক পাড়া, ছাইখ্যংমুখ পাড়া, তমসেং পাড়া, রেমাছড়া, তুলাছড়ি, হাজি পাড়া, মববই পাড়া, উগারি পাড়া, কাইংটং পাড়াসহ প্রায় ১৫টি পাড়ায় বন্য হাতির পালটি বিচরণ করছে। এসব এলাকাগুলোতে স্থানীয় লোকজনরে বসতঘর, বাগানের ফলাফলাদি, কলাবাগান, সেগুন বাগান নষ্ট করে দেয়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, মঙ্গলবার সকালের দিকে ইউনিয়নের কাইংটং পাড়ার লোকজন বাগানে গেলে বনের মধ্যে হাতিটিকে শুয়ে থাকতে দেখেন। এতে হাতিটি নড়াচড়া না করায় মৃত ভেবে স্থানীয় বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে মৃত হাতিটি উদ্ধার করতে আসছে শুনেছি।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. সাজ্জাদুজ্জামান বলেন, একটি বন্য হাতি প্রসবকালে মা ও তার বাচ্চাটি মারা গেছে। খবর পাওয়ার পর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।