চট্টগ্রামে মোবাইল ছিনতাইয়ে ব্যর্থ হয়ে এক কিশোরকে ‘চোর’ সাজিয়ে গণপিটুনি দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় গুরুতর আহত হয় ওই কিশোর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার মধ্যরাতে নগরীর চকবাজার প্যারেড কর্নার এলাকার নবাব সিরাজুদ্দৌলার সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোর চকবাজার বালি আর্কেড মার্কেট থেকে বাসায় ফিরছিল। কিছু দূর যাওয়ার পর ছিনতাইকারীদের ১০ জনের একটি দল তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলে দৌড় দেয় সে। এ সময় ছিনতাইকারীরা চোর বলে তাঁকে ধাওয়া দিয়ে মব তৈরি করে মারধর করে। পরে পালিয়ে নিরাপদে আশ্রয় নিয়ে পুলিশকে জানালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘রাতে চকবাজার মোড়ে কয়েকজন মিলে এক ছেলেকে মারধর করে। অনেকে ছিনতাইকারীরা হামলা করেছে বলে আমাদের জানিয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়।’