সেকশন

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
Independent Television
 

আন্দোলনে বিরোধীতা, পলিটেকনিকের শিক্ষককে পুলিশে দিল শিক্ষার্থীরা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের ছত্রছায়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহান শরিফকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। এরপর, শিক্ষক সোবাহান শরীফকে ৪ আগস্ট শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শিক্ষক সোবহান শরিফকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। ওই  শিক্ষককের গ্রেপ্তারের খবরে থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা।

তাঁর শাস্তি দাবি করে শিক্ষার্থীরা জানান, আমাদের সেমিস্টার ফি থেকে শুরু করে সবখানে উনার ধান্দা ছিল। ছাত্রলীগ না করলে হলে থাকতে পারতোনা শিক্ষার্থীরা। বোর্ড চ্যালেন্জের টাকা আত্মসাৎ, রেড ক্রিসেন্টের টাকা আত্মসাৎ ও রাতে মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অভিযোগ রয়েছে শিক্ষক সোবহান শরীফের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাইয়ের ২৯ তারিখে আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন শিক্ষক সোবহান শরীফ। তবে, সোবহান শরীফ গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন পাভেল, মারুফ সহ আরও ৬ শিক্ষক। গ্রেপ্তার শিক্ষক সোবহান শরীফ গত ৮ মাস ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষক সোবাহান শরীফকে ৪ আগস্ট শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এছাড়া অভিযুক্ত শিক্ষক সোবহান শরীফ নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

দেশের বিভিন্ন জেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা এই কর্মসূচি পালন করে।
চট্টগ্রামে মিছিলের চেষ্টাকালে আবদুল্লাহ আল ফাইয়াজ নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর পাঁচলাইশ এলাকার ও আর নিজাম সড়ক থেকে তাঁকে আটক করা...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদে কেনাকাটার জন্য ১০ হাজার টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আহসান হাবীব (১৭) নামে এক কিশোরের আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে...
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন নিয়ে এলো শাওমি। ঈদকে সামনে রেখে আনা ফোন দুটি হলো- রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। ২০ মার্চ রাজধানীর এক অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্মার্টফোন...
শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও আগেই চোটের কাছে হারায় ব্রাজিল। তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.