সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

মেঘনায় অবৈধ বালুর টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ২৫

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যুবদলের নেতা রবিউল ইসলাম রবি ও বিএনপির বারেক প্রধান গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫-৩০ জন আহত হয়, যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা একই গ্রুপে ছিল।

স্থানীয় বাসিন্দা ও মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলিসহ একাধিক সূত্রে জানা গেছে, রবি ও বারেকের নেতৃত্বে এই দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে একসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল। তবে সম্প্রতি এই অবৈধ অর্থের ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরেই কয়েকদিন যাবত তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং মঙ্গলবার রাতে সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে–অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানায়, রাতের অন্ধকারে শুরু হওয়া এই সংঘর্ষ বেশ সময় ধরে চলে।

চালিভাঙ্গার ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামের কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য ও মেঘনা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন বলেন, ‘অবৈধ বালুর টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়েছে। এদের মতো লোক দলে না থাকা ভালো, থাকলে দলের ধ্বংস হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ এ ধরনের নেতাদের যেন দলে না রাখা হয়।’

নলচর গ্রামটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখন পর্যন্ত সংঘর্ষের বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রত্যন্ত এই এলাকায় সরাসরি পৌঁছানো কঠিন হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য নিতে রবিউল ইসলাম রবি ও বারেক প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ইনডিপেনডেন্টকে বলেন, ‘ওদের সঙ্গে কথা হয়েছে দুপক্ষের আহত লোকজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। এরা একইসঙ্গে চলাফেরা করে। বালু উত্তোলন নিয়ে দুপক্ষের  মধ্যে দ্বন্দ্ব থেকে  মারামারি হয়েছে । উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে সাইদুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক পরিবারের তিনজন গুরতর আহত হয়েছেন। নিহত পরিবারের দাবি, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান...
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় আলমগীর নামের এক হেলপার নিহত হয়েছেন। উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার বালুর ঘাটে শুক্রবার রাত ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় আশ্রয় প্রকল্প এলাকায় এক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় সাহাজুল ফকির (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে...
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। গতকাল শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না...
হোলি বা দোল উৎসবের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে ভারত অংশে আটকা পড়েছে ৫ শতাধিক পণ্যবোঝাই ট্রাক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.