সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

অটোরিকশায় কলেজছাত্রীকে হেনস্তার পর লুট, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৪:৪৩ পিএম

অটোরিকশায় ছাত্রীকে হেনস্তা ও ছিনতাইয়ের পর রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
নোয়াখালীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে (২১) সিএনজিচালিত অটোরিকশায় হেনস্তা করা হয়। এরপর সঙ্গে থাকা মোবাইল ও নগদ ছিনিয়ে নিয়ে ওই ছাত্রীকে সড়কে ফেলে দিয়ে চলে যায় অটোরিকশা ও সেখানে থাকা দুই যাত্রী। বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  

এদিকে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ওইদিন রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুরগামী যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে।

শিক্ষার্থীদের অবরোধে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুরগামী যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো. জাহেদ হোসেন জানান, বুধবার কলেজের ইফতার মাহফিল শেষে এক ছাত্রী সিএনজিচালিত অটোরিকশায় জেলা সদরে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুরে অটোরিকশায় থাকা দুই পুরুষ যাত্রী তার হাত-মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় সে চিৎকার করলে অটোরিকশা থেকে তাকে ফেলে দিয়ে চালক ও দুই যাত্রী পালিয়ে যায়।

জাহেদ হোসেন আরও জানান, পরে স্থানীয়রা ওই ছাত্রীর সহপাঠীদের বিষয়টি জানালে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা চৌমুহনী চৌরাস্তায় রাত ১০টা থেকে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় ঢাকা, চট্টগ্রামসহ নোয়াখালী, ফেনী, লক্ষীপুরগামী যাকীবাহী বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্নস্থানে অভিযানে নেমেছে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে সাইদুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক পরিবারের তিনজন গুরতর আহত হয়েছেন। নিহত পরিবারের দাবি, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান...
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় আলমগীর নামের এক হেলপার নিহত হয়েছেন। উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার বালুর ঘাটে শুক্রবার রাত ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় আশ্রয় প্রকল্প এলাকায় এক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় সাহাজুল ফকির (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে...
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। গতকাল শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না...
হোলি বা দোল উৎসবের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে ভারত অংশে আটকা পড়েছে ৫ শতাধিক পণ্যবোঝাই ট্রাক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.