ফেনীর দাগনভূঞায় চাকরিচ্যুত এক অফিস সহকারীর (পিয়ন) হাতে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার দুপুরে দাগনভুঞার ইয়াকুবপুর নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীরের ওপর হামলা করে চাকরিচ্যুত পিয়ন হুমায়ুন কবীর।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, স্কুলছাত্রীকে যৌন হেনস্থার দায়ে ২০২৩ সালের ১১ নভেম্বর পিয়ন হুমায়ুন কবীরকে বরখাস্ত করা হয়। সেই সূত্র ধরে গতকাল বুধবার পিয়ন হুমায়ুন কবির (৪৮) ও তার স্ত্রী নুর নাহার ওই শিক্ষককে মারপিট করে। আর হুমায়ুনের ছেলে রিমন তা ভিডিও করে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর বাদী হয়ে দাগনভুঞা থানায় মামলা করেন।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আসামু হুমায়ুনকে আদালতে পাঠানো হয়েছে।