বাইকের গতি কমাতে বলাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। এসময় সেখানে উপস্থিত এক ছাত্রীকে হেনস্তা করারও অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইইআর ভবন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগপত্রে জানান, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাকিব ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কপিলসহ মোট ৭-৮ জন মিলে এ হামলা চালায়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, তারা পুরাতন আইইআর ভবন প্রাঙ্গণে ইফতার করার জন্য যাচ্ছিলেন। এসময় বাস্কেটবল গ্রাউন্ডের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা বাইক প্রচণ্ড গতিতে আসে। শিক্ষার্থীদের জন্য তাদের বাইকের গতি কমানোর অভিযোগ তুলে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়।
এ ঘটনার পর শিক্ষার্থীরা পাশেই ইফতার করতে বসলে সেখানে এসে লাঠিসোঁটা নিয়ে অর্তকিত হামলা চালায় ছাত্রদলের সাকিব নামে কর্মীসহ বহিরাগতরা। ঘটনার সময় কয়েকজন নিরাপত্তা কর্মী ও আনসার কর্মীরা সেখানে অবস্থান করলেও কোন ভূমিকা রাখেননি।
এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন জানান, দলীয় কর্মসূচি থাকায় এ ব্যাপারে তিনি অবগত নন। খোঁজ নিয়ে দেখবেন। তবে, কারো বিরুদ্ধে প্রমাণ পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করেছি। এই নিয়ে আমরা প্রক্টরিয়াল বডিতে আলোচনা করব। অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’