সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ১, আহত ৩

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:৫২ এএম

কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে সাইদুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক পরিবারের তিনজন গুরতর আহত হয়েছেন। নিহত পরিবারের দাবি, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলি করা হয়। আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল হুদা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইদুল হুদার বাবা বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় আহতরা হলেন, খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর ছেলেকে মারধর করে চেয়ারম্যান ও তাঁর লোকজন। এ সময় গুলি চালায় তারা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন তাঁর স্বামী হাবিবুল হুদা। গুলিবিদ্ধ অবস্থায় হাবিবুল হুদাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর স্বামীকে মৃত ঘোষণা করেন।  

হামলার ঘটনার পর পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়াএদিকে এলাকাবাসী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে হাবিবুল হুদার ছেলে সাইদুল হুদা যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্নভাবে হুমকি দেন। সর্বশেষ তাঁর বাবাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।  

এদিকে হত্যার ঘটনায় পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ এনে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে ছাত্র প্রতিনিধিরা। এ সময় তারা টায়ার জ্বালায়ে প্রতিবাদ জানান।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বাড়ির পাশের জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন মারা গেছে। আজ সোমবার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। 
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে এক রোগী ও তাঁর স্বজনদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে আনসার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো....
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার সময় দুই উপজেলায় বজ্রপাতে এক কৃষাণী ও দুই কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার...
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত প্রকাশ করেছেন আদালত। এরপর মামলাটি...
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মালেককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ শারমিন ওই গ্রামের খলিল...
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল...
বাড়িতে যদি সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, তাহলে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন কারি। এটি মূলত দক্ষিণ এশীয় কুজিনের খাবার। যার মূল উৎস ভারতীয় উপমহাদেশই। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.