চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি মার্কেটে কাপড়ের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি গুদামের কাপড়। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইফতারের কিছু সময় পর সন্ধ্যা সাতটার দিকে টেরিবাজার খাজা মার্কেটের দুইতলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। বিষয়টি টেরিবাজার ব্যবসায়ী সমিতিকে জানানো হলে কমিটির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।
প্রথমে ফায়ার সার্ভিসের দু্ইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেখানে যোগ দেয় আরেও চারটি গাড়ি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান কতো তা নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস। তারা বলছে, আগুন পরিপূর্ণভাবে নিভে গেলে ব্যাবসায়ীদের সাথে কথা বলে তারা প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির কারণটি জানাতে পারবে।