লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া (২০) ওরফে হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর মডেল থানায় নাহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার একটি এলাকা এই ঘটনা ঘটে। পরে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদুল ইসলাম উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।
এদিকে গত দুইদিনে সদরে চরউভূতি, চন্দ্রগঞ্জ ও রায়পুরের চরমোহনা এলাকায় ৬ বছরের দুই শিশুসহ তিনজন ধর্ষণের শিকার হয়েছেন। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, তাঁর স্বামী দেশে থাকাকালে নাহিদুল ইসলামের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। ওই ধারের টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী তাঁর শিশু সন্তানকে নিয়ে নাহিদুলের বাড়ি যান। এ সময় তার স্ত্রী ঘরে রয়েছে বলে ওই গৃহবধূকে ঘরে প্রবেশ করতে বলেন। গৃহবধূ ঘরে প্রবেশ করার পর তাঁর মুখ চেপে ধরে গামছা দিয়ে হাত বেঁধে ফেলেন। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ওই নারীর জামাকাপড় ছিড়ে ফেলেন। অন্যদিকে গৃহবধূও শিশু সন্তান কান্না করলে তাকে পাশের রুমে আটক রাখেন নাহিদুল। এ সময় হাতের বাঁধন ছিড়ে ঘর থেকে পালাতে গেলে বাড়ির উঠোনে ধরে ওই নারীকে আঘাত করে অভিযুক্ত নাহিদুল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়কে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতিত নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন।