চট্টগ্রামে মিছিলের চেষ্টাকালে আবদুল্লাহ আল ফাইয়াজ নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর পাঁচলাইশ এলাকার ও আর নিজাম সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
ফাইয়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায়। তিনি মালেয়শিয়ার কুয়ালালামপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাইবার সিকিউরিটি নিয়ে স্নাতক করছেন।
পুলিশের ভাষ্য, ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির সময় হিযবুত তাহরীরের সদস্যদের ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফাইয়াজ হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ফাইয়াজের মোবাইল ফোনে হিযবুত তাহরীরের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।